ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন ঘুরে নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানানো শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে পথসভায় বক্তব্য রাখেন এম রশিদুজ্জামান মিল্লাত।
বক্তব্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসনামলে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন, হত্যা, গুম, হামলা-মামলা, গ্রেফতার-কারাবন্দীর শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা,তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সে সকল বিষয় মাথায় রেখে আমাদের আগামী দিনে রাজনীতি করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নুর হোসেন সম্পদ, পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজামান গামা, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।