বকশীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রাম পুলিশ সদস্য আটক

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ শ্রী রঙ্গিলা রবিদাস (৩৯) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

গত ভোর রাতে পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হিরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী রঙ্গিলা রবিদাসকে আটক করা হয় ।

আটককৃত শ্রী রঙ্গিলা রবিদাস বকশীগঞ্জ পৌর এলাকার মন্ডল পাড়া গ্রামের শ্রী হরিয়া রবিদাশের ছেলে।

জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ভোর রাতে রঙ্গিলা রবিদাসের কীটনাশকের দোকানে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় তার দোকান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

সে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে ৭নং ওর্য়াডে কর্মরত রয়েছেন ।

আটকরে পর জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে রঙ্গিলা রবিদাসকে হস্তান্তর করা হয়েছে ।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আনোয়ার হোসেন দৈনিক জামালপুর বার্তা জানান, আটককৃত রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়ছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ