বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মৃত্যু

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় স্বামীকে আটক করে পুলিশকে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে পৌর শহরের নামাপাড়া এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম লাভলি আক্তার (৫০)। ঘটনার পর তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ (৭০) কে ধরে পুলিশকে দিয়েছে স্থানীয়রা ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। লাভলি আক্তারের স্বজনরা জানান, লাভলি আক্তারের সাথে তার স্বামীর প্রায় ঝগড়া লেগেই থাকতো।

গত মঙ্গলবার দিবাগত রাতে সবাই যখন ঘুমিয়ে পরে রাত ৩টার দিকে তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে।

তার ডাক চিৎকারে পাশের রুমে থাকা তার ছোট ছেলে, ছেলের বৌ ও স্থানীয়রা এসে লাভলি আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রের্ফাট করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ৪ দিকে লাভলি বেগম মারা য়ায়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে গ্রেফতার করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ