বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

doinikjamalpurbarta

 বকশীগঞ্জ প্রতিনিধ : জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি)-১ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি নাজমুস সাকিব। গতকাল রবিবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বাট্টাজোর পূর্বপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে ডিবি’র একটি টিম। গ্রেফতার আব্দুল আলী ওরফে আব্দুল গুরু বাট্টাজোর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে।

জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি)-১ ওসি নাজমুস সাকিব জানান, ডিবি পুলিশের একটি দল রবিবার রাত সাড়ে আটটায় বাট্টাজোর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও (৫৫) বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ