বকশীগঞ্জ দশানী নদীতে নিখোঁজের দুই দিন পর  মাদরাসা ছাত্রর লাশ উদ্ধার

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ দশানী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাদরাসা ছাত্র  আব্দুল্লাহর ( ৯) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার  সকালে   উপজেলার  সাঝিমারার দশানী নদীতে এক ঝুপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার( ২৮ জুন)  ৩. ৩০ মিনিটের দিকে উপজেলার মেরুরচর জব্বারগঞ্জ বাজারের  পাশে দশানী  নদীতে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।

নিহত আব্দুল্লাহ  বকশীগঞ্জ পৌরএলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের  ছেলে এবং সে পৌরএলাকার  আল নূর হাফিজিয়া মাদরাসার    ছাত্র।

পুলিশ, নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিখোঁজ আবদুল্লাহ  গত শনিবার জব্বারগঞ্জ বাজার এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে যায়।

বিকেলে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে।  গোসলের একপর্যায়ে নদীর  প্রবল স্রোতের তোড়ে  আব্দুল্লাহ পানিতে তলিয়ে যান।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোন খোজ না পেয়ে  প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে জামালপুর ফায়ার সার্ভিসের   ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও কোনো খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।

আজ রবিবার  সকালে উপজেলার   নিলখিয়া ইউনিয়নের সাঝিমারা  নদীতে পাশে নিখোঁজ আব্দুল্লাহর মরদেহ ভেসে ওঠে।

বকশীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন,সকালে মরদেহটি উপজেলার সাঝিমারা দশানী নদী  থেকে উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ