বকশীগঞ্জ পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধ : জামালপু‌রের বকশীগঞ্জ পৌর বিএনপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ র‌বিবার পৌর এলাকার উওর সীমারপাড়া সালাম রাইস মিল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপ‌জেলা বিএনপির সভাপ‌তি আলহাজ্ব মা‌নিক সওদাগর।

বিশেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএন‌পির সভাপ‌তি এড‌ভো‌কেট আ‌নিছুজামান গামা,পৌর বিএন‌পির সি‌নিয়র সহসভাপ‌তি আলহাজ্ব ছামিউল হক সওদাগর,পৌর বিএন‌পির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শা‌কিল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএন‌পির সাংগঠ‌নিক শাহজাহান পার‌ভেজ শাহীন,পৌর বিএন‌পির সা‌বেক যুগ্ন আহ্বায়ক মাসুদ বকশী, জহুরুল হক,বিল্লাল হো‌সেন,পৌর যুবদ‌লের সদস‌্য স‌চিব তান‌জির আহা‌ম্মেদ সুজন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ভাটি সাইফুল, উপ‌জেলা সেচ্ছাসেবক দ‌লের যুগ্ন আহ্বায়ক শাওন মিয়া,‌
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী, সদস্য সচিব মিজানুর রহমান মিজান,পৌর ছাত্রদ‌লের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব আহমেদ সায়েমসহ ওয়ার্ড বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ