ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেকুর রহমান মনু (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারেকুর রহমান মনু বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পানাতিয়াপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। সোমবার রাতে তিনি বকশীগঞ্জ উপজেলার সূর্য নগর উকিলের মোড় থেকে সামান্য দূরে মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তারেকুর রহমান মনুকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শেরপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় এখন পর্যন্ত ঘাতক পরিবহনটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী চালক ও পরিবহনকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর হাশিম আকন্দ জানান, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় ঘাতক পরিবহনকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।