বর্ণিল আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজ আঙিনায় পিঠা উৎসব

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীত আসে তখনি পিঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সারাদিন ব্যাপী কলেজ কর্তৃক আয়োজিত এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসব -২০২৫ এর উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ও পিঠা উৎসব কমিটির আহবায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিলা শিরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্যন্য বিভাগের কর্মকর্তা বৃন্দ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শফিকুল ইসলাম আকন্দ, শিক্ষক সাংসদের সাবেক সম্পাদক ও  সহযোগি অধ্যাপক শাকের আহমেদ  চৌধুরী ,অধ্যাপক আব্দুল হাই আল হাদীসহ অন্যন্য বিভাগের কর্মকর্তা বৃন্দ।

উদ্বোধনের পরে প্রতিটি পিঠা স্টল পরিদর্শন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

পিঠা উৎসব আয়োজক কমিটি জানায় মোট ২০ টি স্টল এবারের পিঠা উৎসব অংশ নিয়েছে। আয়োজক কমিটির আহবায়ক বলেন, “যদিও আমরা শীতের শেষের দিকে আয়োজন করেছি তবুও আমরা কলেজ কর্তৃপক্ষ ও কলেজের শিক্ষার্থীদের থেকে অনেক উৎসাহ নিয়ে এই আয়োজন করতে সক্ষম হয়েছি।”

পরে পিঠা উৎসবের উদ্ধোদন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ডিপার্টমেন্টের অংশগ্রহণে দেওয়ালিকা উন্মোচনও করা হয়।

 

সারাদিন ব্যাপী এই আয়োজনে কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও অনেক দর্শনার্থীদের  আনাগোনাও দেখা গিয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ