বাঁশচড়ায় ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ চেষ্টা মামলার প্রতিবাদ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া বাজারে ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

রোববার সকালে বাঁশচড়া বাজারে এ সম্মেলন কর্মসুচি’র আয়োজন করেন ভোক্তভোগি পরিবার।
এ সময় বক্তব্য দেন,ভোক্তভোগি পরিবারের ফরিদা ইয়াসমিন,মিজানুর রহমান ও নুরনবী প্রমুখ।

এ ব্যাপারে ফরিদা ইয়াসমিন বলেন,বিগত ১৯৬৬ সালে এলাকার নঈম উদ্দিন খানের ছেলে ইব্রাহীম খানসহ তাদের নিকট থেকে আব্দুল কাদের ১০ শতাংশসহ অন্যান্য জমি ক্রয় করে নেন।

পরে ওই জমি আব্দুল কাদের এলাকার জয়নব বেগমের কাছে ১৯৭৪ সালে বিক্রি করে দেন,এরপর জয়নব থেকে ২০০৮ সালে জহুরুল, ছফর সাড়ে ছয় শতাংশ ক্রয় করে নেন।

বাকী অংশ তার মেয়ে ফরিদা ইয়াসমিনসহ তার চার মেয়ে প্রাপ্ত হন। এখন এই জমি পুর্বের দাতার ওয়ারিশগণ সিএস মুলে দাবি করে আমাদের নামে উচ্ছেদ মামলা দিয়ে উচ্ছেদের চেষ্টা করছেন এলাকার রহিম উদ্দিনসহ আব্দুল মোতালেবরা।

তারা আদালতের কাছে ন্যায্য বিচার দাবি করছেন।
এ ব্যপারে বাঁশচড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান বলেন,তিনি ২০০৭ সালে ইউনিয়নের বটতলা এলাকার আশরাফ আলীর নিকট থেকে বাঁশচড়া মৌজার বিআরএস ৫০৩ নং খতিয়ানভুক্ত ৯০৯ নং দাগ থেকে সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করে ডিসিআর প্রাপ্ত হয়ে এতে তিনি স্থাপনা তৈরি করে ব্যবসা করছেন।

তিনার নামেও মামলা ঢুকিয়ে দেয়া হয়েছে।এখন তিনি মিজানুর রহমান আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছেন।
ঘটনায় জয়নব বেগমের মেয়ের জামাতা নুরনবী বলেন,ধারাবাহীক দালিলিক প্রমানাদির সত্ত্বেও এখন দাদা আমলের জমিতে নাতীরা অহেতুক ভাগ বসাতে মামলা করে হয়রানী করছে আমাদের।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ