শাকিল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুর শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মুক্ত মঞ্চে ২৫ অক্টোবর( শুক্রবার ) রাতে আন্তঃটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জামালপুর এর আয়োজনে ও ডেনিম সল্যুশন লিমিটেড এর সহযোগিতায় বাংলাদেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ফুটবল টুর্নামেন্ট
শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ ইন্জিনিয়ার বিশ্বজিৎ দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করে টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় এর উপ-পরিচালক ইন্জিনিয়ার রাজু আহমেদ।
আন্তঃটেক্সটাইল ফুটবল টুর্নামেন্টি শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জামালপুর ও পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ মোট ৯ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর অংশগ্রহণে ২৬ অক্টোবর শনিবার থেকে শুরু হয়ে ২ নভেম্বর ফাইনাল ম্যাচ এর মাধ্যমে শেষ হবে।