- এম.আর রাহাদ জামালপুর
বাংলাদেশের সকল প্রকার অনলাইন স্পোর্টস বেটিং সাইট বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, শিক্ষক রেজাউল করিম, শিক্ষার্থী আল আমিন রহমান, সচেতন জনতার প্রধান সমন্বয়ক রাশেদুল ইসলাম নিপু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে মোবাইলে অনলাইন ক্যাসিনো, অনলাইন স্পোর্টস বেটিং সাইট বন্ধ করতে হবে। এসব অনলাইন জুয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এসময় প্রত্যেক অঞ্চলে যারা এসব অনলাইন জুয়ার সাথে জড়িত তাদের তালিকা শাস্তির আওতায় আনতে বর্তমান সরকারের কাছে দাবি জানান বক্তারা।