বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস জামালপুর জেলার উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

নিজের প্রতিনিধ,দৈনিক জামালপুর বার্তা: বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস জামালপুর জেলার উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৩০ ডিসেম্বর ২০২৪ ইং  বিকেল থেকে জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জামালপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. বদিউজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে আলো হাদিস জামালপুর জেলা শাখার তালিম ও তারবিয়াত সম্পাদক মোঃ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম বাংলাদেশ জামাতে আলো হাদিস প্রিয় উপদেষ্টা ডক্টর আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী, জামাঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি শাইক রফিকুল ইসলাম সালাফী,বাংলাদেশ৷ জামাঈতে আহলে হাদিস, জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি প্রফেসর ডঃ মোঃ জোবায়দুল ইসলাম,, জামাঈত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, জামালপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ।

এ সময় আলোচকবৃন্দ ইসলামের আনুগত্য বজায় রাখার জন্য উপস্থিত হাজারো জনতার প্রতি আহ্বান জানান এবং নতুন বছর উপলক্ষে কোনো প্রকার ইসলাম বিরোধী কার্যক্রম হতে বিরত থাকার কথাও ব্যক্ত করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ