বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও আর্থিক সহায়তা ।

doinikjamalpurbarta

মেলান্দহ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ই আগস্ট (বৃহস্পতিবার) জেলা জামায়াতে ইসলামী এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এই দোয়া ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপিও সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামপুর উপজেলা গণ-মানুষের নেতা জননেতা ডক্টর সামিউল হক ফারুকী।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক জেলা আমির জামালপুর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী,মাওলানা নুরুল হক জামালী,সহ সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ

সাবেক জেলা সেক্রেটারি  হারুনুর রশিদ,জামালপুর শহরের আমির অ্যাডভোকেট আদিমুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আব্দুস সাত্তার, অধ্যাপক মোহাম্মদ আলী সহ প্রমুখ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার আমির অধ্যাপক মাওলানা খলিলুর রহমান,মাওলানা কুদরতে খোদা।

 

বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের জামালপুর জেলার সমন্বয়ক সোলায়মান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আহমেদ সালমান,ও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যবৃন্দ।

এ সময় কোটা আন্দোলনে শহীদ ১৩ জন আহত পরিবারের মাঝে ২ লক্ষ নগত অর্থ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ