বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -এর  ১৭তম কারামুক্তি দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি জামালপুর।

আজ ৩ সেপ্টেম্বর, ২০২৪(মঙ্গলবার) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -এর ১৭তম কারামুক্তি দিবস।

দিবসটি  উপলক্ষে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে বর্ণাঢ্য র‍্যালিতে  জামালপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে এসে শেষ হয়।

এ সময় দয়াময়ী মোড়ো আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্বে করেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি শফিউর রহমান শফি।

উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাবেক  সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ।

এ সময় তিনি বলেন-প্রিয় জামালপুরবাসী আমি একটি কথা বলতে চাই,আমরা বিগত ১৭ বছর যাবত রাজপথে রয়েছি,আমরা আন্দোলন করেছি অনেক হত্যা মামলা খেয়েছি,হামালার শিকার হয়েছি,জেলের শিকার হয়েছি,আমরা দেখেছি অবৈধ অস্ত্র দিয়ে আমাদের মিছিলের উপর হামলা করা হয়েছে,আমাদের সেনাবাহিনী,পুলিশ বাহিনীদের অনুরোধ করবো যারা ছাত্র জনতার মিছিলে অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে তাদের কে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

 

সমাবেশ এ সময় আরও উপস্থিত ছিলেন

জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান,জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক,শহর ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ- সভাপতি ইমরান কায়সার,জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আল আমিম বাবু, পারভেজ, মোশাররফ হোসেন করিণ,সহ প্রমুখ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ