বিভাগীয় যৌথ সমাবেশ সফলের লক্ষ্যে জামালপুরে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ মে ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর ও কুমিল্লা বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে জামালপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ(শুক্রবার ) বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটিয়াম হলরুমে বিভাগীয় যৌথ সমাবেশ উপলক্ষে জেলা ছাত্রদলের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জামালপুর জেলার সভপতি মোঃ আতিকুর রহমান (শুমিল) এর সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো: শফিকুর রহমান শফিক এর সঞ্চালনায়

বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সহসভাপতি পদে বুরহান উদ্দীনক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হাসান মিথুন,সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আল সাইফক সহ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী।

এ সময় বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে ছাত্রদলের নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ