বিশ্ব পরিবেশ দিবস সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৫”-এ ভূষিত ব্যাচেলর’স জোন-এর প্রতিষ্ঠাতা ও সাংবাদিক শাহারিয়ার মোহাম্মদ সবুজ

doinikjamalpurbarta

ঢাকা প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যাচেলর’স জোন (Bachelors Zone)-এর প্রতিষ্ঠাতা ও তরুণ সাংবাদিক শাহারিয়ার মোহাম্মদ সবুজ-কে “বিশ্ব পরিবেশ দিবস সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৫”-এ ভূষিত করা হচ্ছে।

এই সম্মাননা প্রদান করছে বীর ঈশা খাঁ স্মৃতি সাহিত্য পরিষদ (BISSP)।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৬ জুলাই, শনিবার, বিকাল ৫টা, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন (BGGA) মিলনায়তনে, বেইলি রোড, রমনায়।

শাহারিয়ার মোহাম্মদ সবুজ শুধুমাত্র একজন সাংবাদিকই নন, তিনি সফলভাবে পরিচালনা করছেন Bachelors Zone নামক জনপ্রিয় ছাত্র ও পেশাজীবী সহায়ক প্রতিষ্ঠান, যা তরুণদের জন্য সাশ্রয়ী বসবাস ও খাদ্যসেবা দিয়ে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

পরিবেশবান্ধব উদ্যোগ, জনসচেতনতামূলক কর্মকাণ্ড, এবং তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে তাঁর কার্যক্রম অত্যন্ত প্রশংসিত।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ATN Bangla ও দৈনিক বাংলাদেশ সমাচার।
সহ-স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Smart Hostel, Inbox Academy, AB Entertainment সহ আরও অনেকে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ