বৃষ্টি নিয়ে কিছু অসাধারণ কবিতা

doinikjamalpurbarta

বৃষ্টির রাগিনী

বৃষ্টির রাগিনী

মোঃ মাহাবুবুর রহমান

…………………………………………………..

মেঘের গর্জে, বাতাসের হিংস্র নাচ,
পৃথিবী আঁধারে, মন হয়েছে কাচ।
ধারার সুরে, গান গেয়ে চলে,
প্রকৃতির কোলে, নতুন সকাল ফুটে ওঠে।

কখনো মৃদু, কখনো হিংস্র ধার,
মনে আঁকে, স্বপ্নের নতুন তার।
পাখির কলরব, বৃষ্টির লয়,
মিলে মিশে, গড়ে নতুন দিনের গল্প।

ধুলো মিছে, পাতা ধুয়ে যায়,
প্রকৃতি নতুন, আভা ছড়ায়।
মন হয়েছে শান্ত, চিন্তা দূর হয়ে যায়,
বৃষ্টির রাগিনী, মনকে ছুঁয়ে যায়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ