মঞ্জুরুল হক : জামালপুর সদর উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বোর মৌসুমের ধান ১৪৪০ টাকা মুলে বিক্রয়ের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকাল পাঁটায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আয়মান বিনতে ফেরদৌস,সংরক্ষন ও চলাচল কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ প্রমুখ।
খাদ্য অধিদপ্তর সুত্র জানায়,৩১আগষ্ট পর্যন্ত সরকাররে এ নির্ধারিত মুল্যে ধান বিক্রয় কার্যক্রমের সু্বিধা পাবেন কৃষকরা।
তবে ধান বিক্রয়ে এর আদ্রতার মান সঠিক থাকতে হবে বলে জানান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।আজকের প্রথম ধাপের এই লটারীতে সদর উপজেলার ১৫ ইউনিয়নে ও একটি পৌরসভায় ৮১৫ কৃষকের নাম উঠবে বলে জানাগেছে।