রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার সভাপতি আতিকুল রহমান সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারগঞ্জ উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।