ভাটারা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আনিছুর রহমান 

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬নং  ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য আনিছুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের মাঠে পরিষদের সকল সদস্য ও এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ভাটারা ইউপির সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম মিলন,

ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুছুল্লী ও  ইউপি সদস‍্য মোস্তাফিজুর রহমান খাজু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ইউপি সদস‍্য লুৎফর রহমান মালম। উল্লেখ্য, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভাটারা পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল পরিষদে অনুপস্থিত থাকেন। এতে পরিষদের সেবা থেকে বঞ্চিত হয় ইউনিয়নবাসী। ভাটারা ইউনিয়ন পরিষদের সকল সদস‍্যগণ পরিষদের কার্যক্রম পরিচালনা করার জন‍্য আনিছুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সমর্থন দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আনিসুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ