মেহেদী হাসান জামালপুর : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন- ইতিহাসের পূনর্বৃাত্তি ইতিহাসই ঘটায়। এতোদিন মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। এখন এদেশে সত্যি মামলা হবে। প্রয়োজন হলে শেখ হাসিনাকে গলায় রশি পেচিয়ে বাংলাদেশ আনা হবে। ভারত রক্ষা করতে চাইলে তাদের বুকের ভেতর থেকে শেখ হাসিনাকে তুলে আনা হবে।
বিকালে জামালপুরের মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেয়ার দাবি জানান। নির্বাচনের দাবি করায় অনেকে বিএনপির কথা পছন্দ করছে না। রাজনৈতিক দল জনগনের সেবা করার জন্য নির্বাচন চাই। শেখ হাসিনার মতো বর্তমানে অনেকেই নির্বাচন দিতে চাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
সোহেল একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন- বিএনপির সাথে থাকলে তারা ১৭-১৮টি আসন পাবে। আর বিএনপির সাথে না থাকলে মাত্র ৩টি আসন পাবেন তারা। তাই সেই দলকে ভুল পথে না হাটার অনুরোধ করেন তিনি।
সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।