ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শেরপুরে আটক ১

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি, শেরপুর দৈনিক জামালপুর বার্তা :

শেরপুর জেলার তাওয়াকুচা সীমান্তের রাঙাজান এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী আজিজুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে শেরপুরের তাওয়াকুচা সীমান্ত এলাকায় পিলার ১০৯৭/৪ এসের ৪০০ গজ বাংলাদেশের মধ্যে রাঙাজান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আজিজুল হক রাজশাহী জেলার গোদাগারী উপজেলার বাসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে আটক করার সময় তার কাছে ৯ হাজার ৫০০ বাংলাদেশি টাকা ও একটি মুঠোফোন পাওয়া যায়।

আটক আজিজুল হককে শেরপুর জেলার শ্রীবরদী থানা পুলিশের নিকট সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আসামিকে এখনো থানায় দেওয়া হয়নি। তাকে থানায় সোপর্দ করা হলে আমরা সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেব।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ