ভারতে মহানবী (সা:) এঁর অবমাননার প্রতিবাদে সানন্দবাড়ীতে ভিক্ষোভ মিছিল।

doinikjamalpurbarta

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা। বুধবার সকাল ১১টায় সানন্দবাড়ী সম্মিলিত ছাত্র সংসদ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি সানন্দবাড়ী কলেজ মাঠ ও বাজারস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

রেলী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, সানন্দবাড়ী কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক নুর উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম,
কলেজ ছাত্র মাহমুদুল হাসান, আল-আমীন, তাহসিন, আশরাফুলসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, ‘রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুলকে (সা.) নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে। শুধু ভারত নয় বিশ্বের যে কোনো দেশে রাসূলকে নিয়ে কটূক্তি করলে তা মেনে নেওয়া হবে না।

ভারতের এই ধরনের কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীদের প্রতি আহ্বান জানান তারা। এ সময় নবী প্রেমী ছাত্র/ছাত্রী ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ