মঞ্জুরুল হক, জামালপুর প্রতিনিধি : ভাল বাসার বন্ধনে আবদ্ধ হবে জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দুয়া।এ উপলক্ষে বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক- প্রাথমিক সভা হয়েছে। শুক্রবার সন্ধায় বিদ্যালয়ের মাঠে সভার আয়োজন করেন উদযাপন কমিটির উদ্যোক্তাবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন,জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো.রুহুল আমীন মিলন।
প্রাক প্রাথমিক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,শিক্ষক মন্ডলী ও স্থানীয় এলাকা বাসী অংশ গ্রহন করেন। সভায় উন্মুক্ত আলোচনায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন লক্ষে সাবেক শিক্ষার্থীরা তাদের মতামত উস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে মো.রুহুল আমীন মিলন বলেন, ১৯২৪ সালে বিদ্যালয়টি পাকিস্তান বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতা যুদ্ধের পর এটাকে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত করা হয়।২০২৪ সালে সকল সাবেক ছাত্রছাত্রীদের নিয়ে শতবর্ষ উদযাপন করতে যাচ্ছি আমরা।একটি স্কুলের বয়স শতবর্ষ,এটি বাংলাদেশে খুবই বিরল। তাই আনন্দঘন পরিবেশে, জাঁকজমকপূর্ণভাবে,আমাদের ঐতিহ্য ফুটিয়ে তুলতে চাই আমরা। এই ১০০ বছরে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শতশত শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারিভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। যারা এই স্কুলের সুনাম সারা বাংলায় ছড়িয়ে দিয়েছেন,তাদের সকলকে একত্রিত করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমরা। যেন একজনের বিপদে অন্য আরেক ভাই কিংবা বন্ধু এগিয়ে আসতে পারি। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়।
শতবর্ষ উদযাপন সম্পর্কিত আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্ত ছাত্র এলজিআরডি ময়মনসিংহ জেলা কার্যালযের ইঞ্জিনিয়ার বরণ দেব চপল,ডাক্তার সিদ্দিক রহমান,ব্যবসায়ী হুমায়ুন কবীর আকন্দ স্বপন,ব্যাবসায়ি রাসেল, উন্নয়ন সংঘের পরিচালক মোর্শেদ আক্তার ওরফে রিমু ,ব্যবসায়ী আজিজুল হক, সাবেক ছাত্র আকরাম হোসেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা জামান,সাবেক যুদল নেতা ও প্রাক্তন ছাত্র মমিনুর রহমান খান,ব্যাবসায়ী কামরুল,ব্যাবসায়ি মনো ও প্রাক্তন ছাত্র অভিভাবক সংবাদকর্মী মঞ্জুরুল হক প্রমুক। উপস্থিত ছিলেন,সাবেক ছাত্র শোয়েব ফারুক তালুকদার,বাদল শেখ, পিন্টু শেখ, লিটন ও আনোয়ারসহ অনেকে। সভা পরিচারনা করেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো.রুকনুজ্জামান রুকন।পরে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দুয়ার শতবর্ষ উদযাপন সফল করতে,প্রাক্তন ছাত্র মো.রহুল আমীন মিলন কে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়। এর আগে বিদ্যালয়ের মরহুম প্রাক্তন শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।