Search
Close this search box.

ভুল চিকিৎসায় ঝরে গেলো নবজাত শিশু প্রান।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক,দৈনিক জামালপুর বার্তা:  বাংলাদেশে প্রায়ই ভুল চিকিৎসা নিয়ে ঘটে চলেছে চাঞ্চল্যকর ঘটনা। কখনো সুন্নতে খাতনা করতে গিয়ে বাচ্চারা মারা যাচ্ছেন। কখনো ভুল চিকিৎসায় আরো অনেক তাজা প্রাণ হারিয়ে যাচ্ছে অকালে। এবার জামালপুর ঘটলো এমন একটি অঘটন।

শিশু টি মা মোছা: কথা আক্তার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনেরবাড়ি ইউনিয়নের চরভাটিয়ানি গ্রামের মো: রিফাতের সন্তান।

ভুক্তভোগী নবজাতক শিশুর মা কথা আক্তারের স্বামী মোঃ রিফাত দৈনিক জামালপুর বার্তা কে জানান যে  প্রেগনেন্সি নিয়ে ১৩ ই অক্টোবর (রবিবার ) রাত ২.০০ টায় জনতা জেনারেল হাসপাতালে ভর্তি হন নবজাত শিশুর মা মোছা: কথা আক্তার।

ভুল পরীক্ষা-নিরীক্ষা করে ডা: বলেন যে সন্তান মারা গেছে, তাকে এমআর করতে হবে রক্ত লাগবে।

ভুক্তভোগী পরিবার রক্ত ও সংগ্রহ করে, তারপরে ঘটনা উল্টো ঘাটে ডা: বলেন এখানে আর সম্ভব হবে না সদর হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী পরিবার সকাল ৭.০০ টায় জনতা জেনারেল হাসপাতাল থেকে ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে নবজাতক শিশুর মা কথা আক্তার কে।

তিনি আরো বলেন যে জামালপুর সদর জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরখা করে কর্তৃপক্ষ বলেন বাচ্চা সুস্থ আছে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন।

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নাবাজাতক শিশুর জন্ম হয়, শিশুটিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ডাক্তার বলেন যে, নবজাতকের মা মোছা: কথা আক্তার এর যৌনাঙ্গে বার বার হাত ডুকিয়ে দেওয়ার জন্য প্রান গেল নবজাতকের।

জনতা জেনারেল হাসপাতাল’র চেয়ারম্যান মো: জাকির হোসেন শামীম বলেন, তোমার সকল কাগজ পত্র নিয়ে আসো যদি ভুল চিকিৎসায় মারা গিয়ে থাকে তাহলে আমি ডা: গণ মিলে এটা যথাযথ ব্যবস্থা ফোন করিব।

ভুক্তভোগী পরিবারের দাবি সরকার এবং প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার এর দাবি প্রার্থনা।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ