মহানবী(সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদ ইত্তেফাকুল উলামার।

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :

মহানবী(সাঃ)  কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে ইত্তেফাকুল ওলামা সমাবেশ করেছে।এ উপলক্ষে বৃহস্পতিার দুপুরে জামালপুর শহরের পিটিআই মোড়ে এ সমাবেশের আয়োজন করেন ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখা।সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে শহরের বকুল তলায় শেষ হয়।পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুফতি শামছুদ্দীন,সহসভাপতি মুফতি মনিরুল ইসলাম,সহসভাপতি মুফতি আব্দুল্লাহ,সহসভাপতি মাও.হাসান আলী,সাধারন সম্পাদক হাফেজ মাও.মোহাম্মদ আলী,যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর,সহ সাধারন সম্পাদক মাও.আলাউদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন প্রমুখ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ