Search
Close this search box.

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের বিচার দাবিতে নকলায় বিক্ষোভ মিছিল।

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু শেরপুর, দৈনিক জামালপুর বার্তা :
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে কটুক্তি করায় বাংলাদেশের শেরপুর জেলার নকলায় কটুক্তিকারীদের বিচার দাবিতে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার উপজেলার খারজান বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মিছিলটি খারজান বাজার জামে মসজিদ থেকে বের হয়ে ময়মনসিংহ-শেরপুর বাইপাস সড়ক দিয়ে বাড়ইকান্দি-খারজান সীমা দিয়ে ঘুরে খারজান বাজারে গিয়ে শেষ হয়। পরে খারজান বাজারের চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল গনপদ্দী ইউনিয়নের তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনগণসহ আশেপাশের বিভিন্ন এলাকার মুসলিম জনতার ঢল নামে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খারজান বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হাসেম আলী, মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, মুফতি মাওলানা মনির আহমেদ, আলীনাপাড়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. আমজাদ হোসেন ও মুফতি মাওলানা মো. লিয়াকত হোসেন প্রমুখ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শস্তির দাবী করার পাশাপাশি তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের এক হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তার সমর্থক বিজেপি নেতা নিতেশ নারায়ন কর্তৃক কটুক্তি করায় বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনতা কটুক্তিকারীদের বিচার দাবিসহ তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ