মাওলানা মুস্তাফিজুর রহমানের ইন্তিকালে ড. ছামিউল হক ফারুকীর শোক।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা 

৪ অক্টোবর শুক্রবার সকাল ৯.৩০ টায়,বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার সদর উপজেলার নায়েবে আমীর সদস্য (রুকন), বেলটিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। মহুমের জানাযা নামাজ রাত ৮.৩০ টায় তার গ্রামের বাড়ির মেঘা নয়াপাড়া, (নন্দখার মোড়) দিকপাইতে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সদর উপজেলা আমীর মাওলানা কুদরতে খোদা, শহর শাখার আমীর এডভোকেট আছিমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার ও জেলা নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।
শোকবাণীতে ফারুকী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মহুমের সকল দ্বীনি খেদমতকে কবুল করুন, তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ