নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : গনতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
মো: হামিদুর রহমান কে আহ্বায়ক ও জিল্লুর রহমান কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট মাদারগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করেন গণ অধিকার পরিষদের জামালপুর জেলা কমিটির সভাপতি মো: ইকবাল হোসেন ।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জামালপুর শহরের বজ্রাপুর এলাকায় গণঅধিকার পরিষদের জামালপুর জেলার প্রধান কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।
কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নজরুক ইসলাম জামালী, কার্যকরী সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ৬ মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচিত সদস্যদের আগামী ২ মাসের মধ্যে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় কমিটি ঘোষণার নির্দেশ দেন বক্তারা।