মাদারগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা আটক

doinikjamalpurbarta

আবু রায়হান,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ৩ জন কে আটক করেছে পুলিশ।  বুধবার রাত আনুমানিক ২ টায় গোপন সংবাদে মাদারগঞ্জ উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে মডেল থানা পুলিশ।  আটকৃতরা হলেন আদারভিটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পলিশা গ্রামের রফিকুল ইসলাম (৪২), ওয়ার্ড  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  গজারিয়া গ্রামের জামিউল উদ্দিন (৪৫), ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও দক্ষিণ গজারিয়া গ্রামের ফজলু শেখ (৪৮)।  তাদেরকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  জানা গেছে গত ২ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এর দায়েরকৃত নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় অধিকাংশই অজ্ঞাতসহ ১৮ জন কে আটক করেছে পুলিশ।   এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি শাহীনুর আলম জানান নাশকতা মামলায়  আটককৃত আসামীদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ