আবু রায়হান মাদারগঞ্জ প্রতিনিধি, জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাদের মাঝে সনদ ও সম্মাননা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড সায়েদা খানম লিজা,কৃষি অফিসার শাহাদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আসাবুদৌলা চৌধুরী মুকুল ও শাহ মোঃ মজনু ফকির,
মাদারগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এস.এম হুমায়ুন কবির,মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। এ সময় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী,প্রশিক্ষনার্থীনৃন্দ উপস্থিত ছিলেন।
৫ জন জয়িতার মধ্যে সফল জননি আফরোজা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শারমিন হাসান, সমাজ উন্নয়নে মিনি আক্তার, অর্থনেতিক ক্ষেত্রে শিরিনা বেগম, নির্যাতনের বিভাষিকা মুছে এগিয়ে যাওয়া নারী আঞ্জুয়ারা বেগম। এর পূর্ব উপজেলা চত্বরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন অনুষ্ঠিত হয়।