আবু রায়হান মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মডেল থানা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, সাব-রেজিস্টার অফিস, মাদারগঞ্জ পৌরসভা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পূস্পস্তবক অর্পন করেন, পরে কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও নাদির শাহ, এসিল্যান্ড সায়েদা খানম লিজা, এএসপি সাইদুর রহমান সাঈদ, ওসি হাসান আল মামুন, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও শাহ মোঃ মজনু ফকির প্রমূখ।
এ সময় ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয় মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বেলা ১২ টায় হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের সংবর্ধনা, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।