মাদারগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন ওসি হাসান আল মামুন এর মতবিনিময় সভা।

doinikjamalpurbarta

মাদারগঞ্জ প্রতিনিধি, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নতুন ওসি হাসান আল মামুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১১ টায় মডেল থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন।

এস আই ছাইদুল ইসলামের সঞ্চালনায়

বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু, সহ সভাপতি এস এম হুমায়ুন কবির বক্কর, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য আঃ আজিজ জামালী, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম, সদস্য কামাল উদ্দিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য আল্পনা আক্তার, সদস্য বজলুর রহমান প্রমূখ।

এ সময় মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিনসহ পুলিশ সদস্যবৃন্দ,  মাদারগঞ্জ প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  মাদারগঞ্জে মাদক,বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমনে  সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন মাদারগঞ্জ মডেল থানার নতুন ওসি হাসান আল মামুন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ