মোঃ মোশারফ হোসেন সরকার,দৈনিক জামালপুর বার্তা : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয় ইউনিয়নের শিহাটা গ্রামের এক নারীর কাছ থেকে ধার নেয়া ৮ লাখ টাকা ফেরৎ না দিয়ে উল্টো ওই নারীর বাড়ি-ঘরে হামলা অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে , স্থানীয় প্রভাবশালী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী রুমি বেগম ২৩ নভেম্বর দুপুরে শিহাটা গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে মো. কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী রুমি বেগম সংবাদ সম্মেলনে মো. কামরুজ্জামান এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি জানান, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি চরবানি পাকুরিয়া ইউনিয়নের শিহাটা গ্রামের প্রতিবেশী মো. কামরুজ্জামান ব্যবসায়িক লভ্যাংশ দেওয়ার চুক্তিতে ঐ মহিলার কাছ থেকে ৮(আট) লাখ টাকা ধার নেন। ওই দিন উভয়পক্ষের কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ৩০০/= টাকা মূল্যমানের তিনটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দলিলে স্বাক্ষরও করেন। স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা ধার নেয়ার দুই মাস পর হিসাব চাইতে গেলে ব্যবসায়িক লভ্যাংশের টাকা না দিয়ে উল্টো তালবাহানা শুরু করেন কামরুজ্জামান। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা শালিস বৈঠক হলেও তিনি লভ্যাংশ ও ৮ লাখ টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
এ ঘটনায় চলতি বছরের ১৪মে মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা আমলে নেয়া আদালত মেলান্দহে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রভাবশালী মোঃ কামরুজ্জামান আদালত থেকে জামিন নিয়ে এসে মামলার বাদিনী রুমী বেগমকে মামলা প্রত্যাহার ও তার কাছে আরো ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। রুমি বেগম মামলা প্রত্যাহার ও তার দাবীকৃত টাকা না দিলে তাকে মেরে ফেলাসহ অগ্নিসংযোগ করে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। হুমকির ঘটনায় কামরুজ্জামানের বিরুদ্ধে গত ২১ নভেম্বর মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রুমি বেগম।
তিনি আরও বলেন, প্রভাবশালী কামরুজ্জামানের হুমকিতে আামি প্রাণের ভয়ে বাড়ি ছাড়া হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার টাকাগুলো ফেরত পেতে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা কামনা করছি। একই সাথে আমাকে হুমকিদাতা মো: কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুমি বেগমের স্বজন ও প্রতিবেশী সোহরাব আলী, মো ফরিদ, কামরুল, মো. মজনু ও চাঁন মিয়া উপস্থিত ছিলেন।