মেস্টায় ফাঁস নিয়ে গৃবধুর আত্মহত্যার ঘটনা

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ঝাউরাম এলাকায় লিপি আক্তার(২৩)নামে এক গৃহবধু’র ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাউরাম এলাকায় তার স্বামীর বাড়িতে ঘটেছে।
এ ব্যাপারে লিপির শাশুরী সমতা বানু বলেন,আমাদের অজান্তে নিজ বসত ঘরের ধর্নার সঙ্গে উড়না পেচিয়ে আমার পুত্রবধু লিপি আক্তার ফাঁস নিয়ে মারা যায়,তাকে কেউ মারধর করেনি।পরে পুলিশ এসে নিহতের সুরতহাল করেছে,এতে নিহতের শরীরে কোন জখমের দাগ পাওয়া যায়নি।
নিহতের সহোদর ভাই ফরহাদ হোসেন বলেন,আমার দুই সন্তানের জননী বোন লিপি আক্তারকে স্বামী শহীদ মিয়া ও তার পরিবাররা মিলে নির্যাতন করে মেরে ফেলেছে।আমরা প্রশাসনেন কাছে এর বিচার চাই। এ ব্যাপারে জামালপুর সদর থানার এসআই আলমগীর কবির বলেন, নিহতের লাশ ময়না তদন্তের মাধ্যমে তার বড় ভাই ফরহাদ হোসেনের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।পরে নিহতের লাশ তার বাবার বাড়ি সরিষাবাড়ির উপজেলার ভাটারা ইউনিয়নের পাড়পাড় এলাকায় দাফন করা হয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ