বিপুল নান্দিনা প্রতিনিধি,দৈনিক জামালপুর বার্তা:
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে রণরামপুর উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রভাত ফেরি মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এতে শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রভাত ফেরি শেষে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সব শেষে মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।