বিপুল,নান্দিনা প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলা আওতাধীন রানাগাছ ইউনিয়ন শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের
জামায়াতে ইসলামী রানাগাছা ইউনিয়ন শাখার আমির আলহাজ মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, বক্তৃতার শুরুতেই বানারেরপাড় এলাকার জুলাই আগষ্টে শহীদ এমদাদউল্লাহ স্মরণে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি যেন শহীদী মর্যাদা লাভ করেন।
আমরা মুসলমান উদ্দেশ্য হলো আমাদের দ্বীনকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। কুরআনের শাসন প্রতিষ্ঠিত করা গেলে রসূল(সঃ) আমলের মত সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা এখন স্বাধীন ভাবে কুরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো। দ্বীনের সৈনিকদের কুরআন শাসনে কাজ করতে হবে। মানুষের সম্মান, সু-শাসন এবং দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় কুরআনের শাসনের বিকল্প নেই।
জামায়াতে ইসলামী রানাগাছা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আতাউর রহমান শামীমের সঞ্চালনায় কর্মী ও সুধী সমাবেশে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারী আইনজীবী আব্দুল আওয়াল।বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার নায়েবে আমির খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার শূরা সদস্য মাওলানা কুদরতে খোদা, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর হাফেজ শরিফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নোমান প্রমুখ।
কর্মী ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামী সদর উপজেলা রানাগাছা ইউনিয়ন শাখার সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।