রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ভারত থেকে অবৈধ পথে আসা ১২৭ কেজি জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ৬ জানুয়ারি রাত আটটায় এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সীমান্তের বড়াইবাড়ী বিওপির কোম্পানী কমান্ডার টিপু সুলতান বীরপ্রতীক ।
এর আগে সোমবার (৬ জানুয়ারি ) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের একটি টহল দল ইজলামারী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ১২৭ কেজি জিরা উদ্ধার করে।
চোরাকারবারিরা বিষয়টি টের পেয়ে জিরা রেখে পালিয়ে যায়। জব্দকৃত ১২৭ কেজি জিরার আনুমানিক মূল্য ৮২০০০ হাজার টাকা।
তিনি আরো বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পাচারকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।