রৌমারীতে সজীব-রনির নেতৃত্বে ‘যাদুরচর ছাত্র কল্যাণ সংস্থার’ যাত্রা শুরু

doinikjamalpurbarta

এমদাদুল হক, রৌমারী কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল যাদুরচরে শিক্ষার প্রসারে নতুন উদ্যমে যাত্রা শুরু করলো “যাদুরচর ছাত্র কল্যাণ সংস্থা”।

৪ এপ্রিল (শুক্রবার) নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে আবারও নতুন উদ্যোমে কাজ শুরু করেছে সংগঠনটি।

এতে সভাপতি নির্বাচিত হন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সৈকত জামান সজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু রায়হান চৌধুরী রনি।

এছাড়া সহ-সভাপতি হিসেবে মাহবুব আলম (জবি), শামীম খান (জাককানইবি) যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া (রাফি) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে কাওসার আহমেদ হামীম (ইউল্যাব) নির্বাচিত হন।

এর আগে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০২০ সাল পর্যন্ত সফলতার সাথে শিক্ষাসহ নানা সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয় সংগঠনটি।

পরে ২০২০সালে করোনা মহামারিতে সংগঠনটির কার্যক্রম থমকে যায়। এখন নতুন নেতৃত্বে বাছাইয়ের মধ্য দিয়ে আরও সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এটি আবারও ফিরে এসেছে।

সংগঠনটির সভাপতি সৈকত জামান সজীব বলেন, এ সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে,যাদুরচরে শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া রোধ করা ও সচেতনতা সৃষ্টি করা।

ভবিষ্যতে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান, বই বিতরণ, শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষা বিষয়ক সেমিনার, ক্যারিয়ার কাউন্সেলিংসহ নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে যোগ করেন সজীব

সংগঠনটির সাধারণ সম্পাদক আবু রায়হান চৌধুরী রনির ভাষ্য, ‘শুধু বই-খাতা নয়, আমরা যাদুরচরের শিক্ষার্থীদের ভবিষ্যতের দিশা দেখাতে চাই। স্থানীয়ভাবে সচেতনতা সৃষ্টি করাই হবে আমাদের প্রথম কাজ।’

শিক্ষানুরাগীদের পৃষ্টপোষকতা পেলে সংগঠনটি নিঃসন্দেহে যাদুরচরের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে আশার আলো হয়ে উঠতে পারে বলে আশাবাদ স্থানীয় সচেতন মহলের।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ