এমদাদুল হক – রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া নামক এলাকা থেকে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকাসহ জামাই,শ্বাশুরী কে আটক করেছে রৌমারী থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন- বাবুল মিয়া (৩২) মর্জিনা খাতুন (৪৩)।
রোববার (২০ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০.৩০ মিনিটে রৌমারীর যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রাম থেকে মাদক কারবারি মর্জিনা খাতুন এর নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। করা হয়।
রৌমারী থানা সূত্রে জানা যায়, রোববার রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে রৌমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চর লালকুড়া এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে।
এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করলে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকা জব্দ তালিকা মূলে উদ্ধারসহ মাদক কারবারি বাবুল মিয়া (৩২) ও মর্জিনা খাতুন (৪৩) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রৌমারী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করত।