রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিপ্রতিনিধি : রৌমারীতে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারি বাজার সংলগ্ন মোহাম্মদ আবদুল মজিদের ছেলে মোহাম্মদ ফারুক (৩২) নামের এক মাদক কারবারিকে
৬২ পিস ইয়াবা ও বিক্রয়লব্ধ নগদ ৪০১০ টাকাসহ আটক করেছে রৌমারী থানা পুলিশ।
সোমবার রাত ৯ টা ২০ মিনটে রৌমারী থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করে। রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, সোমবার রাত ৯ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।