এমদাদুল হক- রৌমারী প্রতিনিধি: জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানকে সামনে রেখে রৌমারীতে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সোমবার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তাঁরা।
এসময় উপস্হিত ছিলেন সাজেদুল ইসলাম সবুজ- সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা, আমির হামজা সাগর-সদস্য, জেলা শাখা, হেমন্ত হামীম সদস্য, জেলা শাখা। আব্দুল লতিফ, সৈয়দ ওয়ালী উল্লাহ, আব্দুর রশিদ,মাইন উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্র জারি করতে হবে। যে ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের স্পষ্ট করতে হবে।
ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্বে হয়েছে তা পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পস্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মুল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবাধিক প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠানো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে এবং ১৯৪৭, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারবাহিকতা পরিস্কার করতে হবে। এছাড়াও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করতে হবে।