শত বছরের পুরানো ধোপাদহ ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর, মুসলমান সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব।

ঈদ উদযাপনের জন্য মুসলমানরা নতুন পোশাক পরিধান করেন, সুগন্ধি ব্যবহার করেন এবং ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর প্রদান করেন।

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ সমাজের ঐতিহ্যবাহী ধোপাদহ ঈদগাহ মাঠের ঈদের নামাজ অনুষ্ঠিত।

আজ(সোমবার)সকাল ৯ টায় শত বছরের পুরানো এই ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ৮টি সমাজের মানুষ এই ঈদগাহ নাঠে একসাথে নামাজ আদায় করেন। ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ মোঃ নুরুল ইসলাম।

শত বছরের পুরানো এই ঈদগাহ মাঠটি জুড়ে রয়েছে দৃষ্টি নন্দন পুরানো একটি বটবৃক্ষ। পুরো মাঠটি জুড়ে ছায়ায় বেষ্টতি রয়েছে এই বটবৃক্ষটি। জানা যায় কয়েকশতক বছরের পুরানো এই বটবৃক্ষটি এভাবেই কালের সাক্ষী হয়ে রয়েছে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে ।

ঈদ জামাতে নামাজে এসে শফিকুল ইসলাম জানায় কয়েকশত বছরের পুরানো এই ঈদগাহ মাঠে আমি সহ আমার বাপ দাদারা ঈদের নামাজ আদায় করে আসছে।

ঈদ জামাতে এসে এক তরুণ জানায় বাবা -মা পরিবারের সাথে ঢাকার বাইরে গ্রামে যখনি ঈদ করতে আসি অবশ্যই এই সুন্দর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করি। পরিবেশ সুন্দর সহ অনেক মানুষ একসাথে নামাজ আদায় করে অনেক ভালো লাগে।

ঈদ জামাতে এসে স্থানীয় একজন বলে, ছোট থেকেই ঈদের জামাতে অংশ নিয়েছি।এখন গ্রামের বাইরে ঢাকায় থাকলেও প্রতিবছর বাড়িতে এসে এখানেই সবার সাথে ঈদের নামাজ আদায় করি।

ঈদগাহে দুই রাকাত নামাজ শেষে সমাজ, দেশ, মুসলিম উম্মাহ তথা সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। জামাত শেষে কোলাকুলি করে প্রকাশ করা হবে পরস্পরের প্রতি ভালোবাসা।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ