শিক্ষককে বের করে দিতে কক্ষে তালা,যুবদল ও ছাত্রদল নেতা আটক।

doinikjamalpurbarta

এম.এইচ.রিয়াদ জামালপুর :

 

জামালপুরের মেলান্দহ উপজেলার আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদকে বিদ্যালয় থেকে বের করে দিতে বিদ্যালয়ের তালা দিতে গিয়ে দুই যুবদল ও এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার ফুলকোচা ইউনিয়নের আলেয়া আজম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তিন জনকে আটক করে সেনাবাহিনী। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে তাঁদেরকে আটক করে থানা নিয়ে আসে।

আটককৃতরা হলেন- উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক-মোহাম্মদ আরিফুল ইসলাম (৩৮) ও মো আশরাফুল আলম (৪০) এবং ওই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বাবুল হোসেন (২৪)।

খোঁজখবর নিয়ে জানা গেছে,’কিছুদিন ধরে ফুলকোচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদকে অপসারণ দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। তবে রোববার সকালে গ্রেপ্তারকৃত ৩জনসহ স্থানীয় কিছু লোকজন সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করেন। এ ব্যাপারে মেলান্দহের অস্থায়ী সেনা ক্যাম্পে যোগাযোগ করলে সেনাবাহিনী ইনচার্জ ক্যাপ্টেন নাফিজের নেতৃত্বে সকাল ১০টা দিকে সেনাবাহিনীর একটি দল গিয়ে তালাবদ্ধ কক্ষ খুলে দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শুরু করেন। সেনাবাহিনী চলে যাওয়ার কিছুক্ষণ প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ ক্লাস নিতে গেলে কিছু কতিপয় লোকজন ওই শিক্ষককে স্কুল থেকে বের করে দিতে আবারও স্কুলে তালা দিতে যায়।

 

এসময় শিক্ষার্থীরা বাধা দিতে গেলে কয়েকজক শিক্ষার্থীও আহত হয়। পরবর্তীতে সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তালা দিতে যাওয়া লোকজন পালিয়ে যায়। এসময় দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করে সেনাবাহিনী। পরে মেলান্দহ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তিনজনকে থানায় আনে।

  1. মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন,’ তিনজন আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ