Search
Close this search box.

শিশু পাচার রোধ সাংবাদিকদের সঙ্গে সভা অপরাজেয় বাংলাদেশের।

doinikjamalpurbarta

 

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :

শিশু ও যৌন পাচার প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে সভা করেছে অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখা। এ উপলক্ষে শহরের শাহপুরস্থ গোরস্থান মোড় এলাকায় অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখা কার্যালয়ে শনিবার বেলা চারটার দিকে সভার আয়োজন করা হয়।সভায় অংশ নেন সিনিয়র সাংবাদকি মোস্তফা মনজু,জাহাঙ্গীর সেলিম,সুলতান আলম,মঞ্জুরুল হক,খোরশেদ আলম ও মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ।এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন,অপরাজেয় বাংলাদেশ জামালপুর সেন্টারের ম্যানেজার মো.আশরাফুল ইসলাম,সমাজ কর্মী আব্দুল মোতালেব বাদল,সমাজ কর্মী আফিয়া আফসানা,কাউন্সিলর অব ম্যানেজমেন্টের মোসলিমা জান্নাত মিলি ও শিক্ষক মনিজা খাতুন। চাইল্ড সেক্স ট্রাফিকিং শিশু যৌন পাচার প্রতিরোধ প্রকল্প ইউএসের ফ্রিডম ফান্ডের অর্থায়নে আয়োজিত সভার বক্তব্য উপস্থাপনে সেন্টার ম্যানেজার আশরাফুল ইসলাম এ প্রকল্পের আওতায় ১৮ বছরের নিচে বয়সী শিশুদের কেউ যদি নির্যাতনের শিকার হয়,তাহলে সঙ্গে সঙ্গে এই অপরাজেয় বাংলাদেশে সেন্টারের দায়িত্ব প্রাপ্তদের অবহিত করার কথা বলেন। এ ছাড়া তিনি রানীগঞ্জ পতিতা পল্লীর যে সকল পতিতা ৫০ বছরের উর্ধ্ব রয়েছে তাদেরকে এ প্রকল্পের মাধ্যমে কর্ম সংস্থান সৃষ্টি করে দেয়ার কথা বলেন।পরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা জামালপুর কার্যালয়ের পক্ষ থেকে ২৪০ পিচ স্যানোরা প্যাট দেয়া হয় অপরাজেয় বাংলাদেশ জামালপুরকে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ