শেরপুরের ঝিনাইগাতী থেকে ৩৭ বোতল বিদেশী মদসহ মাদক কারবারীর ০৩ ব্যবসায়ীকে আটক

doinikjamalpurbarta

  • প্রতিনিধি জামালপুর।

শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকা হতে ৩৭ বোতল বিদেশী মদ এবং মাদক কারবারীর মূল হোতাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

গত ২রা সেপ্টেম্বর (সোমবার) র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের বিশেষ একটি অভিযানে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

প্রসঙ্গত, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গত ইং ০২/০৯/২০২৪ তারিখ ২৩.৩০ ঘটিকায় জামালপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি আভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, তিনজন মাদক কারবারি মাদকদ্রব্য মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর জেলা শহরে যাওয়ার জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন শালচূড়া আলহাজ্ব এস.এম.এ ওয়াজেদ নাইম মডেল কলেজ এর গেইটের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর উল্লিখিত ঘটনাস্থলে ইং ০২/০৯/২০২৪ তারিখ ২২.৪০ ঘটিকায় আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছামাত্র উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক কারবারি পলায়নের চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়।

উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ০২টি বস্তা ও ০১টি কার্টুনের ভিতরে সর্বমোট ৩৭(সাইত্রিশ) বোতল বিদেশী মদ, ০১ টি এন্ড্রয়েড ফোন ও ০২ টি বাটন ফোন (সীমসহ) পাওয়া যায় এবং সেগুলো জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তারা ১। মোঃ ফারুক আহম্মেদ (৩২), পিতা-মৃত মোফাজ্জল হোসেন, সাং-ডাকাবড়, ২। মোঃ সাকিল মিয়া (২৮), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-নয়াগাঁও, ৩। মোঃ শাহিনুর ইসলাম (২৮), পিতা-মোঃ আঃ মজিদ, সাং-ঝিনাইগাতী, ১নং ওয়ার্ড (থানার পশ্চিম পাশে), সর্ব থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর বলে পরিচয় দেয়। জব্দকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য = ১,২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা। আসামি মোঃ ফারুক আহমেদের পিসিপিআর যাচাই করে জানা যায় যে, তার নামে বিভিন্ন থানায় সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন ব্র‍্যান্ডের ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে আসামি হস্তান্তর করা হয়েছে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ