Search
Close this search box.

শেরপুরের নকলায় ডিমের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা।

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু , শেরপুর প্রতিনিধি : সিন্ডিকেটের কারণে দেশব্যাপি ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে শেরপুরের নকলা উপজেলায় ডিমের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শেরপুর জেলা প্রশাসন।

গত ১১ অক্টোবর (শুক্রবার) সকালে নকলা পৌর শহরে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল মাহমুদ। এসময় নকলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইলিয়াস হোসেন, পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অভিযানকালে বর্ধিত মূল্যে ডিম বিক্রি ও পাইকারি বাজার থেকে ডিম ক্রয়ের রসিদ দেখাতে না পারায় নকলা উত্তর বাজারের ডিম ব্যবসায়ী মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের মালিক হৃদয় হোসেনকে (৩২) ১ হাজার টাকা ও খলিল ডিমের আড়ৎদার খলিলুর রহমানকে ১ হাজার টাকা এবং নকলা মাছ বাজারের ডিম ব্যবসায়ী আরিফ তালুকদার ষ্টোরের মালিক হাসান মাহমুদ হৃদয়কে (৩৫) ৫০০ টাকা ও আকাশ ষ্টোরের মালিক আবু তালিবকে (৪৫) ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্র‍েট শাকিল মাহমুদ জানান পরিকল্পিতভাবে খাদ্য দ্র‍্যবের মূল্যবৃদ্ধি করে কেউ যেন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এসব বিষয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ