শেরপুরের নালিতাবাড়ীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল্লাহ হারুন।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে বন্যা দুর্গত এলাকার নানা রোগীদের দিন ব্যাপি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে ফ্রি ঔষধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। ১৯ অক্টোবর (শনিবার) সকালে উপজেলার নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর জেলা অফিসার্স ফোরামের উদ্যোগে রোগীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ প্রফেসর সাইফুল ইসলাম, জামালপুর সদর হাসপাতালের ডাঃ শামসুল হক, ডাঃ ফেরদৌস, শেরপুর সদর হাসপাতালের ডাঃ সাইফুল আমিন মুক্তা, নালিতাবাড়ী উপজেলা হাসপাতালের ডাঃ কল্লােল আহমেদ সহ ৩০ জন অভিজ্ঞ চিকিৎসক।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল্লাহ হারুন, কেন্দ্রীয় এসবির সম্রাট মোঃ আবু সুফিয়ান, শেরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আল বেরুনী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুর রহমান তারা, নালিতাবাড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক মেয়র আনোয়ার হোসেন, নালিতাবাড়ী বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, জেলা বিএনপির সদস্য সাবেক মেজর মাহমুল হাসান, জেলা শ্রমিকদলের সভাপতি শওকত হোসেন, নালিতাবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদ হাসান রুমান, কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে রাজনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ হাজারের বেশি নারী-পুরুষ চিকিৎসা সেবা নেন। এসময় সেবা গ্রহীতারা সংগঠনের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানান।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ