Search
Close this search box.

শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরীতে জাল টাকা সহ জনতার হাতে ১ যুবক আটক।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি বাজারের এক দোকানে জাল টাকা দিয়ে পণ্য ক্রয় করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে হুমায়ূন (৪০) নামের এক যুবক।

১৪ই অক্টোবর (সোমবার) রাতে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির টহল দলের কাছে সোপদ করে।

আটক হুমায়ুন (৪০) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কনেকান্দা গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে। সে বালিজুরী বন বিভাগের অফিসে ফ্রি ম্যান শ্রমিক হিসেবে কাজ করতো। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫০০ শত টাকার ৫০ টি জাল নোট উদ্ধার করা হয় ।

 

এ ঘটনায় ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মোহাম্মদ আব্দুল আউয়াল বাদী হয়ে শ্রীবরদী থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন।

 

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো সুমন মিয়া জানায়, হুমায়ুন বন বিভাগের ফ্রি ম্যান শ্রমিক হিসেবে কাজ করতো। হুমায়ুন ও দোকানদারের সাথে আমার কথা হয়েছে, তবে যতটুকু শুনেছি সেও প্রতারণা শিকার হতে পারে।

তাওয়াকোচা বিওপির ইনচার্জ মোহাম্মদ আব্দুল আউয়াল জানায়, সোমবার হুমায়ুনকে আটক করে
রাতেই শ্রীবরদী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানায় এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অত্র থানায় মামলা দায়ের করেছেন।
ধৃত হুমায়ূনকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ