শেরপুরের শ্রীবরদী সীমান্তে গভীর রাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান সাবেক ইউপি সদস্য সহ ৬ জনের কারাদণ্ড।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাবেক এক ইউপি সদস্য সহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ভোরে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়ার এলাকায় ভারত থেকে বয়ে আসা ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার কাজে জড়িত থাকার অপরাধে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানে কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আকবর আলী (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৪০ দিনের কারাদন্ড এবং কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়া’র ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ: গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া (২০) প্রত্যেককে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতদের বুধবার সকালে জামালপুর কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একটি সঙ্ঘবদ্ধ চক্র দলীয় পরিচয় দিয়ে সীমান্ত জনপদের বাবেলাকোনা, চান্দাপাড়া ও হারিয়াকোনা এলাকা দিয়ে বয়ে যাওয়া ঢেউপা নদী থেকে দিনে ও রাতে ডেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল।

প্রশাসনের পক্ষ থেকে
মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও
বন্ধ করা যাচ্ছিল না অবৈধভাবে বালু উত্তোলন।
বিভিন্ন বালু মহলের ভুয়া রশিদ বানিয়ে বালু ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো বালু বিক্রির রশিদ।
স্থানীয় একটি চক্র প্রসাশন ও দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে প্রতিদিন কয়েক লক্ষ টাকার বালু বিক্রি করতেন।

একটি সূত্রের অভিযোগ রয়েছে রাতের আঁধারে বালু উত্তোলন করা হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় অথচ অবৈধ বালু উত্তোলন বন্ধে কর্ণঝোড়া বিজিবির সীমান্ত ফাঁড়ির ভূমিকা ছিল রহস্যজনক। বিজিবি টহল দলের সামনেই উত্তোলন করা হয়
বালু।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ